আসছে ঈদুল আজহার পর আনুষ্ঠানিক উদ্বোধনের কথা থাকলেও জন-ভোগান্তি ও বিদ্যুতের চাহিদার কথা বিবেচনা করে আজ বুধবার রাত ২টা থেকে পরীক্ষামূলকভাবে আবারো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে এস আলম গ্রুপের এসএস পাওয়ার প্ল্যান্ট। যার মধ্যে পরীক্ষামূলকভাবে প্রতিদিন চাহিদা মোতাবেক সর্বোচ্চ ৬১২ মেগাওয়াট সমপরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হবে। জাতীয় বিদ্যুৎ সংকট নিরসনে এই সময়োপযোগী সিদ্ধান্ত কার্যকর হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
এসএস পাওয়ার প্ল্যান্টের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোঃ ইবাদত হোসেন ভুইয়া এফসিএ বলেন, ঈদুল আজহার পর পাওয়ার প্ল্যান্টটির আনুষ্ঠানিক উদ্বোধনের কথা থাকলেও জাতীয় স্বার্থ ও সাধারণ মানুষের চাহিদার কথা বিবেচনা করে আমরা পরীক্ষামূলকভাবে আবারো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছি। আমাদের প্রত্যাশা পরিকল্পনা অনুযায়ী আগামী মাসেই উদ্বোধনের মাধ্যমে পাওয়ার প্ল্যান্টটি দেশের মানুষকে পুরোদমে বিদ্যুৎ সেবা দেবে।
প্রসঙ্গত, ডলার ও জ্বালানির বৈশ্বিক সংকটের কারণে উৎপাদনে বিঘ্ন ঘটেছে দেশের বেশ কিছু বিদ্যুৎকেন্দ্রের। এ জন্য লোডশেডিং এ বাধাগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা। এমন পরিস্থিতিতে গত ২৪ মে এসএস পাওয়ার প্ল্যান্টের দুটি ইউনিটের মধ্যে একটি ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় এবং সফলভাবে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ প্রক্রিয়া শেষ হওয়ার পর পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎকেন্দ্রটি গত ৮ জুন সাময়িকভাবে বন্ধ করা হয় এবং কমিশনিং কার্যক্রম শুরু করা হয়।
বিডি প্রতিদিন/এএ