বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আমরা মানুষকে ইজ্জত দিতে জানি। বিএনপি মানুষকে শ্রদ্ধা করে। আর আওয়ামী লীগ জনগণকে কৃতদাস মনে করে। এই দেশে যারা গণতন্ত্রকে বিশ্বাস করে, তারাই তো সভ্যতায় বিশ্বাসী। আপনাদের মুখ থেকেই আজেবাজে কথা বের হয়। প্রতিপক্ষ রাজনৈতিক দলের সম্পর্কে বাজে কথা, ঘৃণ্য কথা বলেন আপনারা। আমরা এখনও বন্দী। আমরা বাইরে থাকলেও বন্দী, আমাদের কথা বলার স্বাধীনতা নেই।
তিনি বলেন, ক্ষমতা হারানোর ভয়ে তারা তালগোল পাকিয়ে ফেলেছে। তারা আমাদের সংস্কৃতি শিখাতে চায়। তাদের সংস্কৃতি তো হত্যার রাজনীতি, গুম খুনের রাজনীতি, টকশোতেও আক্রমণের রাজনীতি। গণতন্ত্র নয়, মূলত তারা কাউয়া সংস্কৃতিতে বিশ্বাস করে।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং শেখ রবিউল আলমের মুক্তির দাবিতে শনিবার দুপুরে এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।
মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুল মোড় হয়ে পুনরায় নয়াপল্টনে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/এএ