সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী সাইদুর রহমান বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে চলমান যুগপৎ আন্দোলনকে চূড়ান্ত ও অভিষ্ট লক্ষ্যে এগিয়ে নিতে সরকার পতনের এক দফা দাবি আজ জনতার দাবিতে পরিণত হয়েছে।
তিনি বলেন, দেশ এক ভয়ানক নৈরাজ্যের কবলে। বিনা ভোটের অবৈধ সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে সাড়ে চৌদ্দ বছর ধরে জনগণের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। শ্বাসরুদ্ধ জাতির সামনে এই অবিবেচক হিংস্র ক্ষমতালোভী সরকারের পদত্যাগই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সুষ্ঠু অংশগ্রহণ মূলক নির্বাচন অনুষ্ঠান ও গণতান্ত্রিক বাংলাদেশ ফিরিয়ে আনার একমাত্র উপায়। জাতি আজ যুগপৎ আন্দোলনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়েছে।
বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সাইদুর রহমান বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার গঠনসহ বিএনপি ঘোষিত ১০ দফা কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে রাজপথে আমরা যুগপৎ ভাবে একের পর এক রাজনৈতিক কর্মসূচি পালন করে আসছি। আজ থেকে সব দফা এক দফা এক দাবিতে পরিণত হলো। সরকারের পদত্যাগ সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের এক দফা দাবিই দেশ ও জনগণের দাবিতে রূপ নিল।
আরও বক্তব্য রাখেন সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের সহকারী সমন্বয়কারী এডভোকেট মাইনুদ্দিন মজুমদার, এম নাজমুল হাসান, জোট নেতা পীরজাদা সৈয়দ মো. ওমর ফারুক পীর সাহেব, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, এডভোকেট আবু হানিফ, এডভোকেট আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনসার রহমান সিকদার, মনোয়ার হোসেন বেগ, আমীর হোসেন বাদশা, শাহজাহান, শেখ আলিমুল্লাহ আলিম, ওমর ফারুক প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত