১ আগস্ট, ২০২৩ ২২:০০

বিএসএমএমইউয়ে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু

অনলাইন ডেস্ক


বিএসএমএমইউয়ে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বহির্বিভাগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতির উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, এখন থেকে আর রোগীদের সকালে এসে লাইন দাঁড়িয়ে ভিড়ের মধ্যে টিকিট কাটতে হবে না। এতে করে রোগীদের ভোগান্তি অনেকটাই কমে আসবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এক অনুষ্ঠানে বহির্বিভাগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে জানানো হয়, একজন রোগী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বিএসএমএমইউ ডটইডিইউডটবিডিতে গিয়ে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ট্যাবে ক্লিক করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তার প্রয়োজনীয় বিভাগে সুবিধাজনক সময়ে অগ্রাধিকারের ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ সেবা নিতে পারবেন।

জানা গেছে, প্রথম ধাপে ৪৩টি বিভাগে এই সেবা চালু হয়েছে। বর্তমানে প্রতিদিন ১৬৫০ জন রোগী এই সুবিধা পাবেন। পর্যায়ক্রমে এই সংখ্যা বৃদ্ধি করা হবে এবং অনলাইন পদ্ধতির ধাপে ধাপে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা হবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় হলো, সকাল ০৮:৩০ - ০৯:২৯, সকাল ০৯:৩০ মি. - ১০:২৯ মি, সকাল ১০:৩০ মি. - ১১:২৯ মি এবং দুপুর ১২:৩০ মি.- ০১:২৯ মিনিট।

এসময় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, শিক্ষা, গবেষণা ও সেবায় আগের চেয়ে সেরা অবস্থানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। পদ্মা সেতু হওয়ায় দৈনিক রোগী বেড়েছে ১ হাজারের বেশি। যোগাযোগ ব্যবস্থা যত ভালো হবে, ততই আমাদের এখানে রোগীদের চাপ বাড়বে। এজন্য আমাদের দক্ষ ও প্রচুর জনবল দরকার। বিশ্ববিদ্যালয়ের আইটি শাখায় জনবল বৃদ্ধির ব্যবস্থা নেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কারিগরি বিষয় নিয়ে আলোচনা করেন আইটি অফিসের ইনচার্জ ও ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর