১৬ আগস্ট, ২০২৩ ১৯:২৫

খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে কঠোর কর্মসূচি : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে কঠোর কর্মসূচি : আমীর খসরু

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে না পাঠালে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া মাহফিলপূর্ব আলোচনায় এ হুঁশিয়ারি দেন তিনি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিএনপির উদ্যোগে এই মিলাদ মাহফিল হয়।

আমীর খসরু বলেন, উন্নত চিকিৎসা না দিয়ে খালেদা জিয়াকে আজ মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। যারা এর সঙ্গে জড়িত তাদের দায়ভার বহন করতে হবে। সামনে আন্দোলনের কঠোর কর্মসূচি আসছে জানিয়ে সবাইকে সাংগঠনিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান এই বিএনপি নেতা।

মিলাদ মাহফিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি নেতা নাজিমউদ্দিন আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা আমিরুজ্জামান খান শিমুলসহ দল ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/আরাফাত

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর