দেশের নাগরিকদের জান-মালের কোন নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত এই সরকারকে বিদায় করতে না পারবো ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ হবে না। এসব কথা আর মানুষকে আমাদের বোঝানোর দরকার নেই। মানুষ এখন বোঝে। সাধারণ মানুষই এখন আমাদের কাছে প্রশ্ন করে এই সরকার যাবে কখন?
আজ ভাসানী ছাত্র পরিষদ আয়োজিত 'বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটে ছাত্র সমাজের ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা করেন।
নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ আমাদের কাছে রাজনৈতিকভাবে পরাজিত। আওয়ামী লীগ এতো বড় একটা দল, স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া। সেই দলকে এখন মানুষ ঘৃণা করে। তাদের পদত্যাগ চায় সর্বস্তরের মানুষ।
সর্বদলীয় ছাত্র ঐক্য প্রসঙ্গে মান্না বলেন, যদি এক প্লাটফর্মে আসা যায় তা সবচেয়ে ভালো, যদি না-পারা যায় তাহলে যুগপৎভাবে ভোটাধিকারের আন্দোলন চালিয়ে যেতে হবে। ৫২'র ভাষা আন্দোলন এবং ৬২'র শিক্ষা আন্দোলনে মূল রাজনৈতিক সংগঠনগুলো পুরোপুরি ঐক্যবদ্ধ ছিল না। এমন কি ৬ দফা আন্দোলন দুর্বার করতে সংগঠনগুলোকে অগ্রবর্তী করতে বড় ভূমিকা রেখেছিল ছাত্র সংগঠনগুলোই।
বিডি প্রতিদিন/আরাফাত