২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১৮:৫৫

এমপি হিসেবে শপথ নিলেন সিদ্দিকুর রহমান পাটোয়ারী

অনলাইন ডেস্ক

এমপি হিসেবে শপথ নিলেন সিদ্দিকুর রহমান পাটোয়ারী

মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে আজ বুধবার জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

নাটোর-৪ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী শপথ নিয়েছেন।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। 

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথগ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।

শপথ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

Left Image
Right Image

সরিষা ইলিশের আসল স্বাদ, সহজেই রাঁধুনী সরিষা ইলিশ মশলায়

সর্বশেষ খবর