বিএনপির মিডিয়া সেলে আরও চারজনকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
নতুন চারজন হলেন :
১. ব্যারিস্টার আবু সায়েম।২. ডা. মোস্তফা আজীজ সুমন।
৩. মাহমুদা হাবীবা।
৪. অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।
গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গত বছরের ২১ জুন ১০ সদস্যের মিডিয়া সেল গঠন করে বিএনপি। সাবেক দুই ছাত্রনেতাকে এই সেলের নেতৃত্বে আনা হয়।
সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে সেলের আহ্বায়ক ও দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরীকে সদস্যসচিব করা হয়।
মিডিয়া সেলের অন্য সদস্যরা হলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সহসম্পাদক শাম্মী আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মোর্শেদ হাসান খান, বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য রুমিন ফারহানা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি এবং দলের তথ্য ও গবেষণা সহসম্পাদক কাদের গণি চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, দৈনিক দিনকালের নগর সম্পাদক আলী মাহমুদ, দিনকালের বিশেষ প্রতিনিধি আতিকুর রহমান ও বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ