রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। শনিবার সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশস্থলে বাড়ছে নেতাকর্মীদের ভিড়।
সরেজমিনে দেখা যায়, খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। সমাবেশস্থলে তীব্র রোদ উপেক্ষা করে মঞ্চের সামনের রাস্তায় বসে স্লোগান দিচ্ছেন তারা।
এদিকে, মঞ্চে উপস্থিত হয়েছেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামের সমন্বয়কের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। এ রিপোর্ট লেখা পর্যন্ত মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।বিডি-প্রতিদিন/শফিক