২৯ অক্টোবর, ২০২৩ ১২:৫৩

সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা

অনলাইন ডেস্ক

সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা

সাংবাদিকদের ওপর আক্রমণ ও তাদের নিরাপত্তাহীনতার বিষয়ে গভীর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। রবিবার সম্পাদক পরিষদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

এতে বলা হয়, সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির খবর সংগ্রহ করেন এবং জনগণের সামনে তা উপস্থাপন করেন। কিন্ত এ দায়িত্ব পালনে তাদের ওপর আক্রমণ বা নিরাপত্তা বিঘ্নিত হওয়া খুবই উদ্বেগের।

বিবৃতিতে আরও বলা হয়, গতকাল শনিবার পেশাগত দায়িত্ব পালনের সময় রাজধানীর বিভিন্ন স্থানে প্রায় ২৫ জন সাংবাদিক আহত বা হামলার শিকার হয়েছেন, যা অত্যন্ত নিন্দনীয় এবং উদ্বেগের।

একইসঙ্গে সম্পাদক পরিষদ সকল রাজনৈতিক দল ও নিরাপত্তা বাহিনীকে বিশেষভাবে অনুরোধ করেছে যে, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর