বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে আটক করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বাড্ডার বোনের বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে বলে জানিয়েছে বিএনপি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে কিছুক্ষণ আগে ডিবি পুলিশ আটক করেছে। তার পরিবার জানিয়েছে, বাড্ডার একটি বাসা থেকে তাকে আটক করা হয়েছে।তবে প্রিন্সকে আটকের বিষয়টি এখনো নিশ্চিত করেনি গোয়েন্দা পুলিশ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ