১৪ ডিসেম্বর, ২০২৩ ১১:২৪

গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো : মঈন খান

অনলাইন ডেস্ক

গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, স্বাধীনতার ৫২ বছর পেরিয়ে গেলেও এখনও গণতন্ত্র কায়েম করতে পারিনি। যেটার জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল। তাদের লক্ষ্য ছিল গণতন্ত্র, আজ সেটাই নেই। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করে যাচ্ছি, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

বৃহস্পতিবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। ৭ জানুয়ারি নির্বাচনকে ‘বানরের পিঠা ভাগাভাগি’ বলে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘৭ জানুয়ারি কোনো নির্বাচন হবে না, যেটা হবে আসন ভাগাভাগি। দেশের মানুষ তা জানে।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘হামলা-মামলা-গ্রেপ্তার বন্ধ করে জনগণের মুখোমুখি হোন। ভয় পান কেন? যদি সুষ্ঠু ভোটের মাধ্যমে আপনারা আবার ক্ষমতায় আসেন, তবে সবার আগে আমি আপনাদেরকে অভিনন্দন জানাবো।’

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর