১৪ ডিসেম্বর, ২০২৩ ১৭:২৯

নির্বাচন নিয়ে আজও আওয়ামী লীগের সঙ্গে আলোচনা হবে : চুন্নু

অনলাইন ডেস্ক

নির্বাচন নিয়ে আজও আওয়ামী লীগের সঙ্গে আলোচনা হবে : চুন্নু

মুজিবুল হক চুন্নু (ফাইল ছবি)

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমাদের শতভাগ আস্থা রয়েছে। বৈঠকে ক্ষমতাসীনদের ব্যবহারে মনে হয়েছে আমাদের ওপরও তাদের যথেষ্ট আস্থা রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সরকারের সঙ্গে নির্বাচনের পরিবেশ, আইন-শৃঙ্খলা নিয়ে কথা বলছি। নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিয়েছে সেগুলোর ব্যাপারে সরকার থেকে কী ধরনের সহযোগিতা করা হচ্ছে এই সব বিষয় নিয়েই আলোচনা চলছে। বৈঠক যেহেতু নির্বাচনকেন্দ্রিক, তাই ৭ জানুয়ারির আগে দফায় দফায় বৈঠক চলবে। আজ রাতেও আমরা বৈঠকে বসবো।

এক প্রশ্নের জবাবে মহাসচিব বলেন, সরকারের অধীনে ভোট হচ্ছে না, নির্বাচন হচ্ছে নির্বাচন কমিশনের (ইসি) অধীনে। নির্বাচনের সময়ে আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসনের কর্মকর্তাসহ যারাই নির্বাচনী কাজে জড়িত, সবাই ইসির অধীন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর