১৫ জানুয়ারি, ২০২৪ ১৮:০৫

৪৬তম বিসিএস : শ্রুতিলেখক চেয়ে আবেদন ২০ ফেব্রুয়ারি পর্যন্ত

অনলাইন ডেস্ক

৪৬তম বিসিএস : শ্রুতিলেখক চেয়ে আবেদন ২০ ফেব্রুয়ারি পর্যন্ত

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থীর জন্য শ্রুতিলেখকের জন্য আবেদন চেয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি)।

আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার পিএসসির ক্যাডার শাখার পরীক্ষার নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আবেদন চাওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষায় যেসব বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থীর শ্রুতিলেখক প্রয়োজন তাদের চাহিদা অনুযায়ী পিএসসি থেকে শ্রুতিলেখক নিয়োগ দেওয়া হবে। শ্রুতিলেখকের চাহিদা জানিয়ে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে অফিস চলাকালীন সংশ্লিষ্ট পরীক্ষার নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

এতে আরো বলা হয়, প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময়ে আবেদন করা না হলে শ্রুতিলেখক নিয়োগ করা হবে না। পিএসসি থেকে নিয়োগকৃত শ্রুতিলেখক ছাড়া সংশ্লিষ্ট প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর