ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনার মর্যাদার পাঁচজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।
বদলিপ্রাপ্তরা হলেন: বিপ্লব কুমার সরকার যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ ছিলেন) ডিএমপি পুলিশ সদরদপ্তরে, সঞ্জিত কুমার রায় যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তরে ছিলেন) ডিএমপি সদরদপ্তরে, মো. শহিদুল্লাহ যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-দক্ষিণে ছিলেন) থেকে ডিএমপি সদরদপ্তরে, মোহাম্মদ আশরাফ ইমাম উপ-পুলিশ কমিশনার (ট্র্যাফিক-ওয়ারী বিভাগে ছিলেন) থেকে ডিএমপি সদরদপ্তরে ও আফম আল কিবরিয়া উপ-পুলিশ কমিশনার (সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে ছিলেন) ডিএমপি সদরদপ্তরে বদলি করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ