ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা করে। থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা। ৩ সেপ্টেম্বর ছিল অস্ত্র-গোলাবারুদ জমা দেওয়ার শেষ দিন। এরপর ৪ সেপ্টেম্বর থেকে লুট ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরে করে যৌথ বাহিনী।
গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অস্ত্র উদ্ধারের অভিযানে এখন পর্যন্ত বিভিন্ন প্রকারের ১৫৫টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সদরদপ্তর জানায়, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অস্ত্র উদ্ধার অভিযানে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট অস্ত্র উদ্ধার ১৫৫টি। এ সময় ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- আটটি রিভলবার, ৪৬টি পিস্তল, ১১টি রাইফেল, ১৮টি শটগান, পাঁচটি পাইপগান, ১৯টি শুটারগান, ১৩টি এলজি, ২৪টি বন্দুক, ১টি একে-৪৭, একটি গ্যাসগান, একটি চাইনিজ রাইফেল, একটি এয়ারগান, তিনটি এসবিবিএ, তিনটি এসএমজি ও একটি টিয়ার গ্যাস লঞ্চার।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ