প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন জরিপ অধিদফতরের বাস্তবায়নাধীন ‘বাংলাদেশের উপজেলাগুলোর ডিজিটাল মানচিত্র (টপোগ্রাফিক) প্রণয়ন’ শীর্ষক প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাজশাহীর গ্র্যান্ড রিভার হোটেলে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে রাজশাহীর বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফজলুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সার্ভেয়ার জেনারেল অব বাংলাদেশ ব্রিগেডিয়ার জেনারেল নুর-এ-আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ার জরিপ অধিদফতরের কার্যাবলী এবং জাতীয় উন্নয়নে ‘বাংলাদেশের উপজেলাগুলোর ডিজিটাল মানচিত্র (টপোগ্রাফিক) প্রণয়ন’ প্রকল্প সম্পর্কে আলোকপাত করেন। পাশাপাশি দেশের উন্নয়নে উপজেলা ম্যাপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
বিডি প্রতিদিন/কেএ