অন্তর্বর্তী সরকারের শ্রম উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রমিক ও মালিক উভয়পক্ষের স্বার্থ অক্ষুণ্ন রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে। জুন মাসে সুইজারল্যান্ডে আইএলওর সাথে বৈঠক শেষে এ সংক্রান্ত আইন চূড়ান্ত করা হবে।
বুধবার সচিবালয়ে মে দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শ্রম উপদেষ্টা বলেন, শ্রম আইনের সংশোধনীতে এ বিষয়ের দৃশ্যমান অগ্রগতি থাকবে। সব কাজ শেষ করে এ বছরেই আইনটি চূড়ান্ত হতে পারে।
তিনি জানান, মহান মে দিবস উপলক্ষ্যে (বৃহস্পতিবার) সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সকালে র্যালি, এরপর আলোচনা সভা এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকবে দিনব্যাপী।
এবারের মে দিবসের শ্লোগানও রাখা হয়েছে ‘শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।
বিডি প্রতিদিন/কেএ