স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গরুর হাটে শৃঙ্খলা রক্ষায় নির্দেশনা দেওয়া হয়েছে। কোন গরুর গাড়ি রাস্তায় গরু নামাবে না, হাটে ঢুকে নামাবে। প্রতিটা হাটে আনসার রাখতে হবে, ৭৫ জনের কমবেশি। পাশাপাশি গরুর চিকিৎসক রাখতে হবে। মানুষের জন্যও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে। রাস্তার পাশে কোনো হাট হবে না। গাড়ি রওয়ানা হলে আগে থেকে লিখে রাখবে এটা কোন হাটে যাবে, কেউ জোর করে অন্য হাটে নিলে ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে উপদেষ্টা একথা বলেন।
তিনি বলেন, এখন ৫ শতাংশ হাসিল নেওয়া হয়। আগামী বার থেকে কমিয়ে ৪ শতাংশ নেওয়ার জন্য অনুরোধ করেছি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে। যেহেতু এবার টেন্ডার হয়ে গেছে। এটা এবার আর করার সুযোগ নেই।
চলমান অনেকগুলো আন্দোলনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দাবি-দাওয়া তো থাকবেই। এজন্যই তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দাবি-দাওয়া থাকবে, পূরণ হবে। আবার কেউ নতুন দাবি নিয়ে আসবে। আমি বলবো, যাদের যৌক্তিক দাবি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেন নেয়। কেউ যেনোঅযৌক্তিক দাবি না করে। আর আমি সবার কাছে অনুরোধ করবো, দাবির আন্দোলন যাতে নিজস্ব কমপ্লেক্সের মধ্যে হয়। রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে সাধারণ জনগণের ভোগান্তি যেন না হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন