আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পাঁচ দিন পত্রিকা বন্ধ রাখার দাবি জানিয়েছে সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। এ সংক্রান্ত একটি আবেদন আজ শনিবার সম্পাদক পরিষদ বরাবর পাঠানো হয়েছে।
আবেদনে বলা হয়েছে, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার লম্বা ছুটি ঘোষণা করেছে। অধিকাংশ অফিস-আদালত বন্ধ থাকবে। এমন পরিস্থিতিতে সময়মতো হকাররা নিজ নিজ কর্মস্থলে ফিরতে পারেন না, ফলে পত্রিকা সরবরাহে সমস্যা দেখা দেয়। একইসঙ্গে সার্কুলেশনে বিঘ্ন ঘটে এবং সমিতির আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে।’
হকাররা যাতে ঈদের ছুটি উপভোগ করতে পারেন এবং পত্রিকা সরবরাহে কোনো বিশৃঙ্খলা না ঘটে—সে লক্ষ্যেই আগামী ৫, ৬, ৭, ৮ ও ৯ জুন সব পত্রিকা অফিস বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, ‘যদি পত্রিকা অফিসগুলো ৫ জুন থেকে ৯ জুন পর্যন্ত বন্ধ থাকে, তাহলে ৬, ৭, ৮, ৯ ও ১০ জুন কোনো পত্রিকা প্রকাশিত হবে না। এতে করে আমরা পূর্ণ পাঁচ দিনের ছুটি পাব।'
হকার্স কল্যাণ সমিতি ১১ জুন থেকে যথারীতি পত্রিকা প্রকাশনার আহ্বান জানিয়ে সম্পাদক পরিষদকে বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়েছে।
বিডি প্রতিদিন/আশিক