অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা।
রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে শুরু হয় প্রথম দফার বৈঠক।
প্রথম দফার বৈঠকে অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের ১১জন শীর্ষ নেতা। প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে আমন্ত্রণ পেয়েছেন এলডিপির প্রেসিডেন্ট ডক্টর অলি আহমদ বীর বিক্রম, নাগরিক ঐক্য’র সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
এছাড়াও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাবেক আহ্বায়ক খালেকুজ্জামান ভূঁইয়া, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি'র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন