রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বাংলাদেশ প্রতিদিনে গত ২২ এপ্রিল ‘রাজউকের রাঘব বোয়াল ইকবাল পারভেজ’ শিরোনামে প্রকাশিত সংবাদের কিছু তথ্যকে অসত্য ও ভিত্তিহীন দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন রাজউকের সহকারী পরিচালক ইকবাল পারভেজ। প্রতিবাদলিপিতে তিনি বলেন, সরকারি চাকরিতে থেকে নিজের নামে ঠিকাদারীর মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জনের অভিযোগ সত্য নয়। সরকারি চাকরিতে প্রবেশের আগেই ঠিকাদারির লাইসেন্স নিয়েছিলেন তিনি। ঠিকাদারির মাধ্যমে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার তথ্যেরও বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। এছাড়া রাজউকের ফাইল আটকে রাখা, অনুমোদন করান, কর্মকর্তাকে দায়িত্বচ্যুত ও  রাজাকার অপবাদ দিয়ে কোণঠাসা করাসহ সবকিছু নিয়ন্ত্রণের তথ্য অসত্য। ফাইল অনুমোদন করানোর দায়িত্ব মন্ত্রী-প্রতিন্ত্রীর একান্ত সচিবের। কেবল মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজ করা ছিল তার দায়িত্ব। এছাড়া পূর্বাচল প্রকল্পে ১৬৮টি আদিবাসী ও ক্ষতিগ্রস্তের প্লট বরাদ্দের মাধ্যমে ২৫ কোটি টাকা বাণিজ্যের অভিযোগ সঠিক নয়। আদিবাসী প্লট মন্ত্রণালয় নয়,  বরাদ্দ দেয় রাজউক। মতিঝিলের আর কে মিশন রোডে ২৪তলা সরকারি বাড়ি নিয়ে ৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ মনগড়া ও ভিত্তিহীন। রাজধানীর কদমতলীতে ১৩৬২ নম্বর কোন হোল্ডিং ও তার নামে কোনো বাড়ি নেই।
 

সর্বশেষ খবর