গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল জলিলকে আটক করায় তার সমর্থকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় অবরোধ ও ভাঙচুর চালিয়েছে।
আজ শুক্রবার দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১) তাকে আটক করে।
এ ব্যাপারে র্যাবের পরিচালক কিসমত হায়াত জানিয়েছেন, আব্দুল জলিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আগামী ১৫ মার্চ শ্রীপুর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। উপজেলায় আওয়ামী লীগের দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- শ্রীপুরের তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জলিল ও বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ।
হলফনামা সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে কোনও মামলা নেই।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, দুপুরে র্যাব-১ এর সদস্যরা আব্দুল জলিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায়। এ খবর এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। পরে তার সমর্থকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় অবরোধ করে। এ সময়ে তারা বেশকিছু গাড়িতে ভাঙচুর চালায়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, র্যাব-১ সদস্যরা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল জলিলকে সম্প্রতি তলব করেছিল। তবে কী কারণে সেটা জানা যায়নি।