রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

রাবেয়া খাতুন ৮০ বছরে

নিজস্ব প্রতিবেদক

রাবেয়া খাতুন ৮০ বছরে

ঔপন্যাসিক, কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আজ ৮০ বছরে পা রাখলেন। খ্যাতিমান এই সাহিত্যিকের লেখা গল্প ও উপন্যাস নিয়ে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’, ‘মেঘের পরে মেঘ’, ‘ধ্রুবতারা’, ‘মধুমতি’, ‘প্রেসিডেন্ট’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়েছে। বেতার-টিভিতেও প্রচারিত হয়েছে তার লেখা অসংখ্য নাটক, জীবন্তিকা ও সিরিজ নাটক। তিনি উপন্যাস লিখেছেন ৫০টির বেশি।

আরও লিখেছেন চারশ’রও বেশি ছোটগল্প। বয়স তাকে লেখায় থামিয়ে রাখতে পারেনি। এ বয়সেও তিনি লিখে যাচ্ছেন। রাবেয়া খাতুন একসময় শিক্ষকতা করেছেন। সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন দীর্ঘদিন।

 ইত্তেফাক, সিনেমা পত্রিকা ছাড়াও তার নিজস্ব সম্পাদনায় পঞ্চাশ দশকে বের হতো ‘অঙ্গনা’ নামের একটি মহিলা মাসিক পত্রিকা। তার প্রকাশিত পুস্তকের সংখ্যা শতাধিক। সাহিত্যচর্চার জন্য একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন রাবেয়া খাতুন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর