যশোরের বাঘারপাড়ায় আবদুল বারী ফিলিং স্টেশনে জোড়া খুনের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন ওই ফিলিং স্টেশনের নজেলম্যান সিরাজুল ইসলাম। গতকাল যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত জাবীন নিম্মীর আদালতে তিনি এ জবানবন্দি দেন। জবানবন্দিতে সিরাজুল বলেছেন, একটি কুড়াল দিয়ে তিনি একাই দুজনকে কুপিয়ে হত্যা করেন। তিনি বলেন, ফিলিং স্টেশনের ম্যানেজার ওবায়দুর রহমানের সঙ্গে তেল চুরির টাকা ভাগাভাগি নিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। আদালত সিরাজুলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক জানান, সিরাজুল প্রথমে এই হত্যাকাণ্ডে নিজেসহ চারজনের জড়িত থাকার কথা বলেছিলেন। কিন্তু ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তিনি স্বীকার করেন যে জোড়া হত্যাকাণ্ড তিনি একাই ঘটিয়েছেন। বিচারকের সামনেও তিনি একই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে সিরাজুল বলেছেন, পাম্পের তেল চুরির ৮০ শতাংশ টাকা নিতেন ম্যানেজার ওবায়দুর। সম্প্রতি ম্যানেজার একটি বাড়িও নির্মাণ করেন। ওই বাড়ি দেখে আসার পর থেকেই তার মনে ক্ষোভ দানা বাঁধতে থাকে এবং একপর্যায়ে ম্যানেজারকে তিনি হত্যার পরিকল্পনা করেন। জবানবন্দিতে তিনি আরও বলেছেন, প্রথমে তিনি ম্যানেজারকে হত্যা করেন। এ সময় সেখানে ঘুমিয়ে থাকা অপু টের পাওয়ায় তাকেও হত্যা করে পালিয়ে যান। অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল ইসলাম বলেন, জোড়া খুনে আটক অপর তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকাণ্ডে তারা জড়িত কি না তা নিশ্চিত হওয়ার পর তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, রবিবার রাতে যশোর-নড়াইল সড়কের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা বাজারে আবদুল বারী ফিলিং স্টেশনের ম্যানেজার ওবায়দুর, কলেজছাত্র অপুসহ তিনজন ঘুমিয়েছিলেন। ওই রাতে খুন হন ওবায়দুর রহমান ও কলেজছাত্র লিজন আহমেদ অপু। হত্যাকাণ্ডের পর পালিয়ে যান ওই ফিলিং স্টেশনের কর্মচারী সিরাজুল। সোমবার গভীর রাতে সাতক্ষীরার কলোরোয়ার হিজলদী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
শিরোনাম
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
কুড়াল দিয়ে সিরাজুল একাই হত্যা করেন দুজনকে
নিজস্ব প্রতিবেদক, যশোর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর