বান্দরবানে এক আওয়ামী লীগ নেতাকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। সোমবার গভীর রাতে রাজবিলা ইউনিয়নের জামছড়ি মুখপাড়া থেকে মংপু মারমা নামের এ নেতাকে ১০-১৫ জনের একটি দল ধরে নিয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, রাত ১টার দিকে অস্ত্রধারী সন্ত্রাসী দলটি জামছড়ি মুখপাড়া ঘেরাও করে মহিলা মেম্বারের বাসা থেকে মংপুকে অপহরণ করে গভীর জঙ্গলের দিকে নিয়ে যায়। অপহৃত মংপু মারমা বান্দরবান সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য। এ ঘটনায় গতকাল দুপুরে জেলা আওয়ামী লীগ শহরে বিক্ষোভ মিছিল এবং পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সমাবেশ করে। বক্তব্যে নেতারা বলেন, জনসংহতি সমিতির অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে অপহরণ করেছে। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা অপহৃত মংপু মারমাকে ২৪ ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় ফেরত না দিলে বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক ও নৌ যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দেন। এ ব্যাপারে পুলিশ সুপার মিজানুর রহমান জানান, অপহৃত আওয়ামী লীগ নেতাকে উদ্ধারে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী অভিযান শুরু করেছে। রাতেই বাঘমারা, ডলুপাড়া, আন্তাহাপাড়া ক্যাম্প থেকে সেনাবাহিনীর বেশ কয়েকটি টহল দল উদ্ধার অভিযানে নামে। প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জনসংহতি সমিতির সঙ্গে আওয়ামী লীগের দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে। তারই জেরে এ অপহরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
শিরোনাম
- কারাগারে আবুল বারকাত
- চুরি-ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন