রবিবার, ১৯ জুন, ২০১৬ ০০:০০ টা
পবার গবেষণা প্রতিবেদন

ফরমালিন এবার খেজুরে

নিজস্ব প্রতিবেদক

এবার রোজায় বিক্রি হওয়া ফলের মধ্যে সবচেয়ে বেশি ফরমালিন পাওয়া গেছে খেজুরে। রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রির জন্য আনা ফলের ফরমালিন পরীক্ষা করে দেখা যায়, খেজুরের প্রায় ৮৭ শতাংশই ফরমালিনযুক্ত। তবে এবার আমে তেমন ফরমালিন পাওয়া যায়নি। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ৭ থেকে ১৭ জুন পর্যন্ত দেশি-বিদেশি ফলে ফরমালিনের বর্তমান অবস্থা দেখার জন্য বিভিন্ন ফল পরীক্ষা করে। পরীক্ষার পর এ ফলাফল পাওয়া যায়। গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ফলের নমুনা পরীক্ষার জন্য রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫১টি আম, ৬টি জাম, ৮টি লিচু, ৬টি আপেল, ৪টি আঙ্গুর, ৮টি মাল্টা, ২টি আনারস ও ৮টি খেজুর সংগ্রহ করা হয়। পবা কার্যালয়ে ফলগুলো পরীক্ষার পর দেখা যায়, আমে ৮, জামে শূন্য, লিচুতে শূন্য, আপেলে শূন্য, আঙ্গুরে শূন্য, মাল্টায় শূন্য, আনারসে শূন্য এবং খেজুরে ৮৭.৫ শতাংশ ফরমালিনের উপস্থিতি আছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর