মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬ ০০:০০ টা
কোকেন আটক মামলা

নূর মোহাম্মদের জামিন স্থগিতই থাকল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরে তরল কোকেন আটকের মামলায় খানজাহান আলী গ্রুপের চেয়ারম্যান নূর মোহাম্মদকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে চেম্বার আদালতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এ বিষয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।  আদেশে চার সপ্তাহের মধ্যে হাইকোর্টের রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে। আদালতে নূর মোহাম্মদের পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে বিচারিক আদালত জামিনের আবেদন নামঞ্জুর হওয়ার পর ১৬ জুন হাইকোর্ট থেকে জামিন নেন নূর মোহাম্মদ। উল্লেখ্য, তরল কোকেন সন্দেহে গত বছরের ৬ জুন রাতে চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনার সিলগালা করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। ৮ জুন কনটেইনার খুলে ১০৭টি ড্রামের প্রতিটিতে ১৮৫ কেজি করে সানফ্লাওয়ার তেল পাওয়া যায়। তেলের নমুনার প্রাথমিক পরীক্ষা করে কোকেনের অস্তিত্ব পাওয়া না গেলে উন্নত ল্যাবে কেমিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়। ২৭ জুন শুল্ক গোয়েন্দা অধিদফতর জানায়, কেমিক্যাল পরীক্ষায় একটি ড্রামে তরল কোকেনের অস্তিত্ব পাওয়া গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর