জমি কিনে নামজারি ও খারিজ করতে ভূমি অফিসে গিয়ে জনগণের হয়রানি বন্ধে মন্ত্রণালয়কে নজরদারি বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে ৫০০ জরাজীর্ণ তহশিল অফিস পুনর্নির্মাণ প্রকল্পে কোন কোন ভূমি অফিস অন্তর্ভুক্ত করা হয়েছে, তার পূর্ণাঙ্গ তালিকা চেয়েছে কমিটি। সংসদ ভবনে অনুষ্ঠিত ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. রেজাউল করিম হীরা। বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেন কমিটির সভাপতি। তিনি বলেন, ডিজিটাল ভূমি জরিপের কাজ নির্ধারিত সময়ে শেষ করার জন্য কমিটির পক্ষ থেকে মন্ত্রণালয়কে ১০ বছরের একটি টার্গেট নির্ধারণ করে দেওয়া হয়েছে। টার্গেট ছাড়া একটি প্রকল্প চলতে পারে না। এজন্য কমিটি একটি মাস্টার প্ল্যান তৈরি করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়কে। রেজাউল করিম হীরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি মন্ত্রণালয়কে এ দেশের ৫০ হাজার গৃহহীন মানুষকে গুচ্ছগ্রাম কর্মসূচির মাধ্যমে ঘর করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এজন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রতি জেলায় গুচ্ছগ্রাম করার জন্য অন্তত ১৫ শতক করে খাস জমি চিহ্নিত করতে কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে। সংসদ সচিবালয় জানায়, কমিটি ‘স্ট্রেংদেনিং অ্যাকসেস টু ল্যান্ড প্রপার্টি রাইটস ফর অল সিটিজেন অব বাংলাদেশ’ প্রকল্পের কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার সুপারিশ করেছে। বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মীর শওকাত আলী বাদশা, সামছুল আলম দুদু, এ কে এম মাঈদুল ইসলাম ও জাহান আরা বেগম সুরমা। ভূমি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
শিরোনাম
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ভূমি অফিসে হয়রানি বন্ধে নজরদারি বৃদ্ধির সুপারিশ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর