পুরান ঢাকার লালবাগ থেকে ট্রাকে বহনের সময় বস্তাভর্তি এক হাজার বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করে লালবাগ থানা পুলিশ। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে লালবাগের ছাতা মসজিদ এলাকা থেকে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন— মো. আল আমিন ও সুন্দর চন্দ্র সরকার।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ভোরে ছাতা মসজিদ এলাকায় একটি ট্রাক তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় সেখানে বস্তাভর্তি কমপক্ষে এক হাজার বোতল ফেনসিডিল পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে চালক ও তার সহকারী জানিয়েছে, তাদের ট্রাকটি দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে এসেছে। ছাতা মসজিদ এলাকার কোনো এক মাদক ব্যবসায়ীর কাছে এই ফেনসিডিল পৌঁছে দেওয়ার কথা ছিল তাদের। তার আগেই তারা পুলিশের হাতে ধরা পড়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।