মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কাল শেষ ইসির মেয়াদ

নিজস্ব প্রতিবেদক

বর্তমান নির্বাচন কমিশনকে বিদায় ও নতুন ইসিকে বরণ করতে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন সচিবালয়। কাল ৮  ফেব্রুয়ারি পাঁচ বছর মেয়াদ পূর্তি হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের। এ উপলক্ষে কাজী রকিবউদ্দীন আহমদ  নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের বিদায় সংবর্ধনা দেবে ইসি সচিবালয়। বিদায়ের আগে আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে এ কমিশন। গতকাল নির্বাচন কমিশনাররা নিজ নিজ ফাইলপত্র গুছিয়ে নিয়েছেন। অনেকে তাদের নিজের স্মৃতিমূলক বিভিন্ন ছবিও নিজ বাসায় নিয়ে গেছেন। একই সঙ্গে তারা সরকারি বাসা ছাড়ারও প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে। বিদায়ের আগে কমিশন আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। আর বিকালে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেন, আমরা ৮ ফেব্রুয়ারি বিদায় অনুষ্ঠানের আয়োজন করছি। এ লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিদায় সংবর্ধনায় সিইসি ও অন্যরা নিজেদের অনুভূতি তুলে ধরবেন। অতিরিক্ত সচিব  মোখলেসুর জানান, ইতিমধ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের সময়সূচি চূড়ান্ত হয়েছে। আর ৮  ফেব্রুয়ারি বর্তমান কমিশন বিদায় নেবে। এর মধ্যে সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, তিন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী কাল ৮ ফেব্রুয়ারি এবং আরেকজন নির্বাচন কমিশনার  মো. শাহনেওয়াজ ১৪ ফেব্রুয়ারি পাঁচ বছর মেয়াদ পূর্ণ করবেন। এর আগে প্রথমবারের মতো দলগুলোর সঙ্গে সংলাপ করে রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে বাছাই করে ২০১২ সালে বর্তমান ইসির নিয়োগ দেন। ইসি সচিবালয় জানিয়েছে, বিদায়ের আগে বর্তমান সিইসি একটি সংবাদ সম্মেলনও করতে পারেন। এ জন্য ইসি সচিবালয় বিগত পাঁচ বছরের ইসির বিভিন্ন কার্যক্রমের তালিকা প্রস্তুত করছে।

 এর মধ্যে দশম সংসদ নির্বাচনসহ সর্বশেষ জেলা পরিষদ নির্বাচনের বিভিন্ন তথ্য তুলে ধরা হতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর