মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শিমুল হত্যার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাংবাদিক আবদুল হাকিম শিমুলের হত্যাকারীদের সর্বোচ্চ বিচার দাবি ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে চট্টগ্রামের পেশাজীবীরা সমাবেশ-মানববন্ধন করেছেন। সোমবার সকালে প্রেস ক্লাবের সামনে পেশাজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন-সমাবেশ থেকে বক্তারা কর্মস্থলে নিহত সাংবাদিকদের খুনিদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, এসএসসির প্রশ্নপত্রে চিকিৎসক পেশাকে অবমাননা করার তীব্র নিন্দা জানান। সমাবেশের শুরুতে প্রবীণ পার্লামেন্টারিয়ান জননেতা সুরঞ্জিত সেনগুপ্তের প্রয়াণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পেশাজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডা. এ কিউ এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বিশিষ্টজনরা বক্তব্য রাখেন।

 চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শুকলাল দাশ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিইউজের সাবেক সভাপতি নাসিরুল হক, মুক্তিযোদ্ধা-পরিবেশবিদ অধ্যাপক ইদ্রিস আলী, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, চট্টগ্রামের সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতির চট্টগ্রাম অঞ্চল সাধারণ সম্পাদক আবৃত্তিকার অঞ্চল চৌধুরী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা. মুইজ্জল আকবর চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর গিয়াসউদ্দিন ও হাসান মুরাদ বিপ্লব, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম বাবু, পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক আবৃত্তিকার রাশেদ হাসান, আবৃত্তিকার অ্যাডভোকেট মিলি চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুবেল খান, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমদ সাজিব, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) প্রিয় চট্টগ্রাম ইউনিট প্রধান আবদর রউফ পাটোয়ারী, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের যুগ্ম সম্পাদক অভিজিৎ দেব, বাংলার মুখ-এর চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক নবুওয়াত আরা সিদ্দিকা, আবৃত্তি জোটের সাধারণ সম্পাদক ফারুক তাহের, প্রেস ক্লাবের সাবেক আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী, সিনিয়র সাংবাদিক মাখন লাল সরকার, আবদু শুক্কুর, ফরিদ উদ্দিন মহররম হোসেন, পুরবী দাশ, সংবাদিক বিপ্লব পার্থ, শিল্পী অনামিকা তালুকদার, শিশু একাডেমির প্রশিক্ষক তানজিনা মুনা, সুমি চৌধুরী, সালাউদ্দিন রোমেল, অ্যাডভোকেট তপন কুমার দাশ, খেলাঘরের মোরশেদুল আলম চৌধুরী, প্রকৌশলী রূপক চৌধুরী ও রুবেল দাশ প্রিন্স, সংগীতশিল্পী জসিম উদ্দিন, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, পরিবর্তন, চট্টগ্রামের আহ্বায়ক এহসান আল কুতুবী, সাবেক ছাত্রনেতা ইয়াসির আরাফাত, আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ ইলিয়াছ, ছাত্রনেতা শাহেদ মিজান, এস এম কামাল উদ্দিন চৌধুরী, বোরহান উদ্দিন গিফারীসহ ছাত্রলীগের চট্টগ্রাম কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ওমরগণি এমইএস কলেজ নেতারা।

সমাবেশে সভাপতির বক্তব্যে আয়োজক সংগঠনের সভাপতি প্রফেসর ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম সাংবাদিক শিমুলের খুনিদের দৃষ্টান্তমূলক বিচার এবং চিকিৎসা পেশাকে অবমাননাকারী প্রশ্নপত্রের রচয়িতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া না হলে চট্টগ্রাম থেকে পেশাজীবীদের দুর্বার গণআন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সভাপতি পেশাজীবী নেতা রিয়াজ হায়দার চৌধুরী বলেন, সাংবাদিক শিমুলের খুনিরা এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা পেশাজীবী নেতা ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারকারীরা আরেকটি অস্থির রাজনৈতিক-সামাজিক পরিস্থিতি তৈরির জন্য বিশেষ মহলের হয়ে কাজ করছে। যারা আরেকটি ১৫ আগস্টের কাল রাত তৈরি করতে চায়, শিমুলের খুনিরা তাদেরই সহায়ক। যারা নানা অঘটনে পেশাজীবীদের বিক্ষুব্ধ করে সরকারের বিরুদ্ধে মাঠে নামাতে চায়, তারা গণতন্ত্রের শত্রু।

সর্বশেষ খবর