মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
বন্ডের কাগজ খোলাবাজারে বিক্রি

তিন কোটি ৬৬ লাখ টাকা শুল্কফাঁকির দায়ে মামলা

নিজস্ব প্রতিবেদক

বন্ডেড ওয়্যারহাউস সুবিধায় আমদানি করা কাগজ পণ্য খোলাবাজারে বিক্রি করে সরকারের ৩ কোটি ৬৬ লাখ ৫ হাজার ৮০০ টাকা শুল্কফাঁকির অপরাধে আশুলিয়ার প্যাকেজিং প্রতিষ্ঠান মেসার্স এফএল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে মামলা করেছে শুল্ক গোয়েন্দা। ওই প্রতিষ্ঠানটি ১০ কোটি ৫৬ লাখ টাকা মূল্যের প্রায় ১ হাজার ৮২ টন কাগজ পণ্য কালোবাজারে বিক্রি করেছে। এসব পণ্যের মধ্যে রয়েছে— আর্টকার্ড, ডুপ্লেক্স বোর্ড, মিডিয়াম পেপার, লাইনার পেপার, পিপি, বিএপিপি ও এডহেসিভ টেপ। গতকাল এই মামলাটি করেছে শুল্ক গোয়েন্দা। সংস্থাটি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ জানুয়ারি শুল্ক গোয়েন্দা দল রাজধানীর বকশীবাজার থেকে বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামাল (এলডিপিই) বোঝাই একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট-১৩-২০৩৮) আটক করে। কাভার্ড ভ্যানটি চট্টগ্রাম কাস্টম হাউস থেকে পণ্য খালাস করে কারখানা প্রাঙ্গণে না এনে খোলাবাজারে বিক্রির উদ্দেশে সেখানে অবস্থান করছিল। গাড়ির কাগজপত্র পরীক্ষায় দেখা যায়, এগুলো মেসার্স এফএল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। প্রতিষ্ঠানটির বন্ড লাইসেন্স নম্বর-৪৫৭/কাস-এসবিডব্লিউ/২০০৮) এর নামে আমদানি করা হয় ওই পণ্য। পরবর্তীতে গত ৮ জানুয়ারি শুল্ক গোয়েন্দা দল ওই প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে গুদামে মজুদ কাঁচামাল ইনভেন্ট্রি করেন।

সর্বশেষ খবর