মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বাঙালির জাতীয় সত্তা প্রতিষ্ঠায় ৭ মার্চের গুরুত্ব অপরিসীম

------------- মোজাম্মেল হক

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বাঙালির জাতীয় সত্তা প্রতিষ্ঠায় ঐতিহাসিক ৭ মার্চের গুরুত্ব অপরিসীম। ঐতিহাসিক এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দান আজকের সোহরাওয়ার্দী উদ্যানে বাঙালির স্বাধিকার আন্দোলনের ডাক দিয়েছিলেন। পরবর্তীতে সারা দেশের মানুষ ভেদাভেদ ভুলে গিয়ে বঙ্গবন্ধুর সেই আহ্বানে আন্তরিকভাবে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিবি ফাউন্ডেশন’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।  ৭ মার্চ দর্শন-উপলব্ধিতে ঐতিহাসিক সত্য অনুসন্ধান শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিবি ফাউন্ডেশনের সভাপতি ও ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারি।

বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. রশিদুল আলম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মারুফা আখতার পপি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ প্রমুখ।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পর পরই দেশব্যাপী গ্রামে-গঞ্জে,পাড়ায়-মহল্লায় গঠিত হয় সংগ্রাম পরিষদ।

সর্বশেষ খবর