বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
আওয়ামী লীগের নির্দেশ

৫৭ ধারায় মামলা করতে দলীয় নেতা কর্মীদের অনুমতি নিতে হবে

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ ৫৭ ধারার অপব্যবহার বন্ধ করতে দলীয় নেতা-কর্মীদের কঠোর নির্দেশ দিয়েছে। এতে বলা হয়েছে, এখন থেকে কেন্দ্রের অনুমতি ছাড়া কোনো নেতা-কর্মী কারও বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করতে পারবেন না। আরও বলা হয়েছে, এ ধারায় মামলা করার আগে দলীয় সংসদ সদস্য, মন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের নেতা-কর্মীদের কেন্দ্র থেকে অনুমতি নিতে হবে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারা দেশের দলীয় নেতা-কর্মীদের কাছে এ নির্দেশনা পাঠিয়েছেন। তিনি বলেছেন, ৫৭ ধারায় মামলা করার আগে কেন্দ্র থেকে আলোচনা করে অনুমতি নিতে হবে। দলীয় সূত্র জানায়, সম্প্রতি ৫৭ ধারায় দায়ের করা কয়েকটি মামলা নিয়ে দেশব্যাপী বিতর্ক ওঠার পর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিভিন্ন জেলায় এ নির্দেশনা দিয়েছেন।

সর্বশেষ খবর