রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

আইনমন্ত্রীর পিতা সিরাজুল হকের মৃত্যুবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়ায় আলাদাভাবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট সিরাজুল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে কসবায় জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা ও বিলকিছ বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এম জি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূইয়া বকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম, কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম রঙ্গু, ছাত্রলীগ সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন প্রমুখ। এদিকে আখাউড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকী পালিত হয়। এর মধ্যে ছিল স্মরণ র‍্যালি, শিশুসমাবেশ, অলোচনা সভা, শুদ্ধস্বরে জাতীয় সংগীত গাওয়া প্রশিক্ষণ ও দোয়া মাহফিল।

 দুপুরে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভায় আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান ও শহীদস্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর