রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে

------------ ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, রক্ষক এখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ব্যক্তি-কর্তারাই এখন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন। খুন-গুম মারাত্মক আকার ধারণ করেছে। গতকাল পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন, আলহাজ আবদুর রহমান প্রমুখ। মাওলানা ইউনুছ আহমাদ আরও বলেন, সর্বত্র অশান্তি বিরাজ করছে। ডিবি পরিচয়ে কিডন্যাপ করে বিপুল অর্থ আদায় করার খবর মিডিয়ায় প্রকাশ হচ্ছে। এর আগে ফরিদপুরে কর্মরত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহার ব্যাংক অ্যাকাউন্টে সাড়ে ৮ কোটি টাকা পাওয়া গেছে। এভাবে ঘুষ, দুর্নীতির ঘটনা প্রকট হয়ে দেখা দিয়েছে।

এ অবস্থায় দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারলে সমস্যা মারাত্মক হয়ে দেখা  দেবে। ফলে সামাজিক ভারসাম্যতা হারিয়ে দেশ ধ্বংসের দিকে ধাবিত হবে। তিনি বলেন, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত না থাকায় জাতি দুর্নীতির করালগ্রাসে নিমজ্জিত। ইসলাম কায়েম করে সন্ত্রাস, দুর্নীতির মূলোৎপাটন করতে হবে। ইসলাম দুর্নীতি দমন নয়, মূলোৎপাটনে বিশ্বাসী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর