বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

কার্গো সার্ভিস ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

জরুরি ভিত্তিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সার্ভিস সেবা ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একইসঙ্গে আমদানি করা মালামাল খালাস করার জন্য এলসি ওপেনিং ব্যাংক শাখাগুলো শনিবারও খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সার্ভিস সেবা ২৪ ঘণ্টা চালু রাখা, ওয়ানস্টপ সার্ভিস চালু ইত্যাদি বিষয়ে সরকারি ও বেসরকারি স্টেকহোল্ডারদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. নজিবুর রহমান। এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, এফবিসিসিআই, বিজিএমইএর সভাপতিসহ বিভিন্ন স্টেকহোল্ডারের প্রতিনিধি এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর