মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
এসকে সিনহাকে নিয়ে দুদক চেয়ারম্যান

দালিলিক প্রমাণ পেলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

এস কে সিনহা সম্পর্কে আইনমন্ত্রীর মন্তব্য নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে দুর্নীতি দমন কমিশন-দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, মন্ত্রীর কথায় মামলা হবে না। তদন্তও হবে না। তিনি যেসব কথা বলেছেন, সবই তার একান্ত বিষয়। দালিলিক প্রমাণ ছাড়া দুদক কারও বিরুদ্ধে তদন্ত বা অনুসন্ধান করে না। গতকাল বিকালে দুদক প্রধান কার্যালয়ে ইকবাল মাহমুদ এসব কথা বলেন। অপর প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান আরও বলেন, ফারমার্স ব্যাংকের দুই ব্যক্তিকে চার কোটি টাকা ঋণ দেওয়ার বিষয় নিয়ে অনুসন্ধান চলছে। এস কে সিনহা ওই ঋণ কেলেঙ্কারির সঙ্গে জড়িত কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা অনেক বড় বিষয়। এ নিয়ে আমাদের বিব্রত না করাই ভালো। ওই টাকা এস কে সিনহার অ্যাকাউন্টে গেছে কিনা এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, প্রমাণ ছাড়া আমরা কোনো মামলা করব না। দালিলিক প্রমাণ পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। উল্লেখ্য, রবিবার বিকালে নারায়ণগঞ্জের চাঁদমারীতে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী সমিতির কার্যকরী কমিটির অভিষেক ও ডিজিটাল বার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের বক্তব্যে আইনমন্ত্রী সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে দুর্নীতিবাজ বলে অভিহিত করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর