সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

যুক্তরাজ্যের গ্রামীণ ফাউন্ডেশন বন্ধ হয়ে গেল

প্রতিদিন ডেস্ক

ঋণ গ্রহীতারা ঋণ পরিশোধ না করায় বন্ধ হয়ে গেছে যুক্তরাজ্যের গ্রামীণ ফাউন্ডেশন। স্কটল্যান্ডে অনগ্রসর ব্যক্তিদের ক্ষুদ্র ঋণ দেওয়া গ্রামীণ ফাউন্ডেশন স্কটল্যান্ড নামের এই প্রতিষ্ঠানের পরিচালকদের একজন ছিলেন বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। খবর : বিবিসির। খবরে বলা হয়েছে, স্কটল্যান্ডের এই ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী প্রতিষ্ঠানটি থেকে যারা ঋণ নিয়েছেন, তাদের অনেকে ঋণ পরিশোধ না করার কারণে প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়ে। প্রতিষ্ঠানটিতে ডানকান এলএলপির কর্মকর্তা ব্রায়ান মিলনেকে আর্থিক কর্মকর্তা নিয়োগ করা হয়েছে, যিনি এখন সেটির সম্পত্তি বিক্রি করে যতটা সম্ভব দেনার বন্দোবস্ত করবেন। মিলনে বলছেন, ‘গ্রামীণ স্কটল্যান্ড ফাউন্ডেশন এখন আর তাদের ব্যবসা চালাতে পারবে না, যেহেতু তাদের ঋণের পরিমাণ অপূরণীয় পর্যায়ে পৌঁছে গেছে।’

সর্বশেষ খবর