মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক এমপি, মুক্তিযোদ্ধা আশরাফুন্নেছা মোশাররফ (৭৪) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশরাফুন্নেছা মোশাররফ দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তিনি তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। আলাদা শোকবার্তায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও আশরাফুন্নেছা মোশাররফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এদিকে আশরাফুন্নেছা মোশাররফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বাদ জুমা শাহ আলী মাজারে। এরপর বাদ আসর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মরহুমার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় জানাজা বাদ মাগরিব অনুষ্ঠিত হয় মিরপুর মাজারে।
এরপর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে প্রয়াত স্বামীর কবরে তাকে দাফন করা হয়।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        