শনিবার, ২০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

‘বেসরকারি শিক্ষকদের অতিরিক্ত চাঁদা কর্তন অযৌক্তিক’

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ (বিপিসি)-এর নেতৃবৃন্দ যৌথ বিবৃতিতে বলেন, বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের তহবিলের জন্য অতিরিক্ত ৪% টাকা চাঁদা হিসেবে কর্তনের জন্য সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে তা সম্পূর্ণ অযৌক্তিক। অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। নেতৃবৃন্দ বলেন, যেখানে স্বাধীন দেশের শিক্ষাব্যবস্থায় কোনো বৈষম্য থাকা উচিত নয় সেখানে এ ধরনের প্রজ্ঞাপনের ফলে আরও সরকারি-বেসরকারি বৈষম্য বৃদ্ধি পাবে। বিবৃতিতে স্বাক্ষর করেন অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল হান্নান ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুনুর রশীদ পাঠান এবং কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ইসহাক হোসেন, মহাসম্পাদক ড. এ কে এম আবদুল্লাহ, অধ্যক্ষ মুজিবুর রহমান হাওলাদার, অধ্যাপক সৈয়দ মুহাম্মদ ইউসুফ সুমন প্রমুখ। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর