মঙ্গলবার, ৭ মে, ২০১৯ ০০:০০ টা

বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার দেবে কাল

সাংস্কৃতিক প্রতিবেদক

রবীন্দ্র সাহিত্যের গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার-২০১৯ পেয়েছেন অধ্যাপক সফিউদ্দিন আহমদ, অধ্যাপক বেগম আকতার কামাল এবং শিল্পী ইকবাল আহমেদ।

গতকাল এ বছরের পুরস্কার ঘোষণা করে বাংলা একাডেমি। কাল বুধবার রবীন্দ্র জন্মবার্ষিকীতে পুরস্কারপ্রাপ্তদের হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে প্রদান করা হবে ৫০ হাজার টাকার চেক, সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক। একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনের এ আয়োজনে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে একক বক্তৃতা করবেন অধ্যাপক আনোয়ারুল করিম। এরপর থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রতি বছর দুজনকে এ পুরস্কার দেওয়া হয়। তবে বিশেষ ব্যবস্থাপনায় এ বছর তিনজনকে দেওয়া হচ্ছে এই পুরস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে ২০১০ সাল থেকে এ পুরস্কার প্রদান করে আসছে বাংলা একাডেমি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর