সোমবার, ৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা
প্রধান আসামিকে বাদ দিয়ে অভিযোগ গঠন

নড়াইল জেলা জজের ক্ষমতা কেন প্রত্যাহার নয় : হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

নড়াইলের কালিয়া উপজেলায় এক হত্যা মামলার প্রধান আসামির নাম অভিযোগ গঠন থেকে বাদ পড়ায় নড়াইলের জেলা ও দায়রা জজের বিচারিক ক্ষমতা কেন প্রত্যাহার করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। একই সঙ্গে ওই বিচারককে কারণ দর্শাতেও বলেছে আদালত। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে আদেশে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুসরাত জাহান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ। সংশ্লিষ্ট মামলার বাদী নাজমুল হুদার পক্ষে ছিলেন আইনজীবী আবদুল আলীম।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি নড়াইলের কালিয়ার চ-িনগর সরকারি প্রাইমারি স্কুলের সামনের সড়কে এনামুল নামে এক যুবককে হত্যা করেন দুর্বৃত্তরা।

এই ঘটনার পরদিন মল্লিক মাঝহারুল ইসলাম ওরফে মাঝাসহ ৬৮ জনের নাম উল্লেখ করে নিহতের ভাই নাজমুল হুদা হত্যা মামলা করেন।

ওই মামলায় চলতি বছরের ১০ জুন নড়াইলের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামলার প্রধান আসামি মাঝহারুল ইসলামের নাম বাদ দিয়ে অভিযোগ গঠন করেন। এরপর বিচারিক আদালতের ওই আদেশ বাতিল চেয়ে হাই কোর্টে আবেদন করেন নিহত এনামুলের ভাই নাজমুল হুদা।

সর্বশেষ খবর