সোমবার, ২৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

মুহম্মদ জাহাঙ্গীরকে স্মরণ

সাংস্কৃতিক প্রতিবেদক

মুহম্মদ জাহাঙ্গীরকে স্মরণ

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের লবিজুড়ে গণমাধ্যম ব্যক্তিত্ব মুহম্মদ জাহাঙ্গীরের প্রতিকৃতি। আর এর সামনে বিছানো শ্রদ্ধা ও ভালোবাসার ফুল। সেই ফুলের মাঝে প্রদীপের আলোতে সমুজ্জ্বল মুহম্মদ জাহাঙ্গীর। লবিতে গুণী এই ব্যক্তিত্বের উপস্থিতি আর মঞ্চে গুণীদের কথামালায় তার গুণকীর্তন। কথামালা, নাচ ও গানে গণমাধ্যম ব্যক্তিত্ব মুহম্মদ জাহাঙ্গীরকে স্মরণ করেছে নাচের দল নৃত্যাঞ্চল। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘স্মরিব তোমায় জীবনে সৃজনে’ শিরোনামের এই স্মরণানুষ্ঠান। আলোচনায় অংশ নেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, মুস্তফা মনোয়ার, রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, চিত্রনায়ক ফেরদৌস, কবরী সারোয়ার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্রনাথের গান ‘তুমি রবে নীরবে’র সঙ্গে প্রদীপ প্রজ্বলন ও বিশেষ কোরিওগ্রাফি পরিবেশন করেন নৃত্যাঞ্চলের শিল্পীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর