মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ডেঙ্গু নিয়ে নির্দেশনা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু মশার বংশবিস্তার প্রতিরোধে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষিকা, বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, পিটিআই প্রশিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী, ইউআরসি ইন্সট্রাকটর ও কর্মকর্তা-কর্মচারী এবং বিদ্যালয়গুলোর ছাত্র-ছাত্রী ও অভিভাকদের সঙ্গে নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রবিবার এই পরিপত্র জারি করা হয়েছে।

 মা সমাবেশ, অভিভাবক সমাবেশ, ছাত্র-শিক্ষক মতবিনিময়, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, সচেতনতামূলক র‌্যালি আয়োজন করা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের পরিচালিত ওষুধ ছিটানোর কাজে সম্পৃক্ত হয়ে ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে সহযোগিতা করলে এই কার্যক্রম সফল হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর