শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

উখিয়ায় এনজিওকর্মী খুন

কক্সবাজার প্রতিনিধি

উখিয়া উপজেলার হলদিয়াপালং পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গুরাইয়ারদ্বীপ সড়কের চৌরাস্তার মাথা থেকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত মাজহারুল ইসলাম নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার কাছ থেকে ব্র্যাক এনজিও সংস্থার কিছু কাগজপত্র পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এই লাশটি উদ্ধার করে। জ্ঞান থাকা অবস্থায় সে জানিয়েছেন উখিয়া উপজেলার ইনানী এলাকার আলাউদ্দিন নামে এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করেছে। স্থানীয় লোকজন আলাউদ্দিনের বাবার নাম কী জিজ্ঞাসা করলে ততক্ষণে সে মাটিতে ঢলে পড়ে যায়। আর কথা বলতে পারেনি। স্থানীয় ইউপি সদস্য মনজুর আলম জানান, স্থানীয় লোকজন ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক পড়ে থাকতে দেখে আমাকে খবর দিলে আমরা দ্রুত তাকে ওই স্থান থেকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে, কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। তার কাছে পাওয়া আইডি কার্ড থেকে পরিচয় শনাক্ত করা হয়। তার নাম মাজহারুল ইসলাম এবং বাড়ি পীরগঞ্জ কলোনির হাট। তার কাছ থেকে ব্র্যাক এনজিও সংস্থার কিছু কাগজপত্র পাওয়া গেছে বলে সে জানায়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল মনসুর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর