শনিবার, ১২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

উত্তরা ১১ নম্বর সেক্টরের হোল্ডিং ট্যাক্স আদায়ের নোটিস স্থগিত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)  উত্তরা ১১ নম্বর সেক্টরের বাড়ির মালিকদের হোল্ডিং ট্যাক্স আদায়ে সিটি করপোরেশনের দেওয়া নোটিসের কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট। একইসঙ্গে এই  নোটিস কেন বাতিল করা হবে না, জানতে চেয়ে রুলও জারি করেছে হাই কোর্ট। আদেশে চার সপ্তাহের মধ্যে  স্থানীয় সরকার সচিব, ডিএনসিসি মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। উত্তরা ১১ নম্বর সেক্টরের ১১৩ বাসিন্দার করা রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের অবকাশকালীন হাই কোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। আদালতে আবেদনকারীদের পক্ষে আইনজীবী ব্যারিস্টার অরুণাভ দাশ শুভ্র বলেন, এর আগেও উত্তরা ১১ নম্বর  সেক্টরের বাসিন্দাদের পক্ষে রিট করেছিলাম। প্রতিবারই আদালত হোল্ডিং ট্যাক্স সংক্রান্ত সিটি করপোরেশনের  নোটিস স্থগিত করেছেন। তিনি বলেন, ২০১৬ সালে সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হয়ে ২০০৪-০৫ সাল থেকে হোল্ডিং ট্যাক্স দেওয়ার প্রশ্ন অবান্তর। এটা যেমন অযৌক্তিক তেমনি বাসিন্দাদের আইনগত প্রত্যাশারও পরিপন্থী।

সর্বশেষ খবর