সোমবার, ২১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
হাই কোর্টের আদেশ

ট্রাইব্যুনাল না হওয়া পর্যন্ত জজ কোর্টে মাদক মামলার বিচার

নিজস্ব প্রতিবেদক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৪৪(১) ধারা অনুসারে ট্রাইব্যুনাল না হওয়া পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ৫(২) ধারা অনুযায়ী জেলা ও দায়রা জজ আদালতে মাদকের মামলা চলবে বলে আদেশ দিয়েছে হাই কোর্ট। একটি মাদক মামলার আসামির জামিন আবেদনের শুনানি শেষে গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। ওই মাদক মামলার আসামি মো. মাসুদুল হক মাসুদকেও স্থায়ী জামিন দিয়েছে আদালত। আদালত বলেছে, জামিনের বিষয়ে জারি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার জামিন বহাল থাকবে। আসামি জামিনের অপব্যবহার করলে তার জামিন বাতিল করা হবে।

আদালতে আসামি পক্ষের আইনজীবী ছিলেন আল ফয়সাল সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী উপস্থিত ছিলেন। আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, মাদক মামলার বিচারে ট্রাইব্যুনাল হয়নি। আদালত এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করলে আইনমন্ত্রীকে বিষয়টি অবহিত করি। আইনমন্ত্রী জানিয়েছেন, শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে। আদালত বলেছে, মাদক আইনের ৪৪(১) ধারা অনুযায়ী ট্রাইব্যুনাল না হওয়া পর্যন্ত ফৌজদারী কার্যবিধির ৫(২) ধারা অনুযায়ী অন্যান্য আইনের বিচারের বিধান অনুযায়ী হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর