হৃদরোগে আক্রান্ত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানককে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট-সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে শারীরিক অবস্থা স্থিতিশীল দেখে নানকের চিকিৎসায় গঠিত ল্যাবএইডের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাঁকে গতকাল কেবিনে স্থানান্তর করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন সম্পূর্ণ সুস্থ। কিছু রুটিন চিকিৎসার জন্য আরও দু-এক দিন হাসপাতালে তাঁদের তত্ত্বাবধানে রাখা হচ্ছে। সোমবার সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভূত হলে ব্যক্তিগত চিকৎসকদের পরামর্শে তৎক্ষণাৎ ল্যাবএইডে ভর্তি করা হয় তাঁকে। প্রাথমিক পরীক্ষার সন্দেহে তৎক্ষণাৎ এনজিওগ্রামের সিদ্ধান্ত নেওয়া হয়। এনজিওগ্রামে নানকের হার্টে দুটি ব্লক ধরা পড়ে। এরপর তাঁকে রিং পরানো হয়।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নানক তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দল ও সরকারের শীর্ষ ব্যক্তিরা তাঁর অসুস্থতায় উদ্বিগ্ন ছিলেন; সশরীরেও যাঁরা হাসপাতালে এসেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।